চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অভিযানে শিবগঞ্জ উপজেলা আজমতপুর সীমান্তে বিদেশী ০২ টি ওয়ান শুটার গান ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার।

প্রকাশিতঃ জানুয়ারি ৯, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

(শুক্রবার) ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) সাদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানান নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে আনুমানিক ৯:৪০ ঘটিকায় অধীনস্থ আজমপুর বিওপি একটি চৌকষ দল শিবগঞ্জ উপজেলা আজমতপুর সীমান্ত পিলার ১৮২/৩ -এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যান্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন আজমতপুর সীমান্তে শাহাবাজপুর ইউনিয়ন ১৯ বিঘে গ্রামে একটি আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে চৌকষ টহল দল মালিক বিহীন ০২ টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করেন । ০৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ ১৫ নাটক এলাকায় ১৫ জন আসামি ৩৩ টি দেশী /বিদেশী অস্ত্র ৩৯৮ রাউন্ড গুলি ৪১ টি ম্যাগাজিন আটক করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতি সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক চোরা চালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় জোর নির্দেশনা প্রদান করেছেন। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ন বিজিবির অরজিনাল মহানন্দা ব্যাটালিয়ান ( ৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করে করেছেন তিনি আরো বলেন উদ্ধার কৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক,চরাচালান, বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লক্ষ্যে সীমান্ত এলাকায় ভবিষ্যতেও চলমান থাকবে।