অপহরণের পর এক শিশুকে খুনের ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই যুবকের নাম সঞ্জীব পাণ্ডা। তিনি একটি নামী বেসরকারি কলেজ থেকে এমবিএ করার পর বেঙ্গালুরুতে একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, চাকরিতে প্রবেশের পর বিয়ে করেন সঞ্জীব। মধুচন্দ্রিমায় যান দেশের বাইরে। কেনেন নিজের গাড়িও। এসব করতে গিয়েই অনেক ঋণ হয়ে যায় তার। পরিকল্পনা ছিল চাকরি করে সেই ধার শোধ করবেন। কিন্তু করোনাকালে চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েন সঞ্জীব। পরিবার নিয়ে বেঙ্গালুরু থেকে রাঁচীতে বাস করতে শুরু করেন তিনি। কিন্তু পাওনাদাররা টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন। এক সময় অপহরণের পরিকল্পনা করেন সঞ্জীব। যে বাড়িতে ভাড়া থাকেন, তারই মালিকের শিশুসন্তানকে অপহরণ করে ২০ লাখ টাকা দাবি করেন। কিন্তু সন্তানের অপহরণের খবর থানায় জানান বাড়িওয়ালা। পুলিশ সক্রিয় হলে ঘাবড়ে যান সঞ্জীব। ভয় পেয়ে অপহৃত শিশুকে খুন করে ফেলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সঞ্জীবের এমন কাণ্ডে বিস্মিত পুলিশ।