নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল

প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৮:১৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপর আস্থা রাখছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রোহিত ও কোহলির অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। বিশেষ করে চাপের মুহূর্তে তাদের ব্যাটিংয়ে পুরো দলের আস্থা রাখা যায়।’ তিনি আরও যোগ করেন, ‘রোহিত ওয়ানডের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার এবং বিরাট কোহলি সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে একজন। এই দুজন যখন দলে থাকে, অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও তারা বহুবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে আসার পরও ওয়ানডেতে রোহিত ও কোহলি চমৎকার ফর্মে রয়েছেন। গত বছর থেকে রোহিতের গড় রান ৬৯.৬ এবং কোহলির প্রতি ইনিংসের গড় ৯৪। সংবাদ সম্মেলনে গিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়েও মন্তব্য করেন। তিনি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আশা থাকে, বিশ্বকাপে গিয়ে দলের জন্য কিছু করতে পারব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই এবং আশা করি তারা বিশ্বকাপ জিতবে।’ চোট কাটিয়ে দলে ফেরার বিষয়েও গিল কথা বলেন। অধিনায়ক হওয়ার পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তার জন্য মানসিকভাবে কঠিন ছিল। তিনি বলেন, “অধিনায়ক হওয়ার পর ইনজুরিতে বাইরে থাকা হতাশাজনক। অনেক কিছু করার পরিকল্পনা থাকে, কিন্তু তখন নিজের কাজের ওপরই মনোযোগ দিতে হয়।’ রোববার (১১ জানুয়ারি), ভাদোদরায় শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।