যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৮:২৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যদিও তার পরিচয় বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্ট স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ জানিয়েছে, মৃত্যুর ঘটনা ঘটেছে তিনটি ভিন্ন স্থানে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং আমাদের সম্প্রদায়ের জন্য আর কোনো হুমকি নেই। শেরিফ স্কটের ফেসবুক পোস্টে নিহতদের সংখ্যা সরাসরি উল্লেখ করা হয়নি। তিনি উল্লেখ করেছেন, আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন। মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।