স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা এবার রেললাইনে অগ্নিসংযোগ করেছে। এতে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। এরপর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন। আব্দুল করিম বলেন, শিক্ষার্থীরা রেললাইনে দুটি পয়েন্টে গাছের গুঁড়ি রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে মধুমতি এক্সপ্রেস রাজশাহী ঢুকতে পারছে না। ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকে আছে। রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শিক্ষার্থীদের এদিকে রাত সোয়া ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনটি এখনও রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে বলে জানান এই কর্মকর্তা। রেলওয়ের এই কর্মকর্তা জানান, রাত ১১টায় ধূমকেতু এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সেটির যাওয়া নিয়েও সংশয় রয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।