ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিল, লাখো মানুষের সমাগম

প্রকাশিতঃ জানুয়ারি ১৬, ২০২৬ | ৫:৪৯ পূর্বাহ্ণ

হানাহানি নয়, শান্তিই হোক প্রিয় মাতৃভূমির পরিচয় — আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী সিলেটের ফুলতলীতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—জুলুমকারীর পরিণতি কখনো শুভ হয়নি। তিনি বলেন, “আমরা যেন কারও ওপর জুলুম না করি এবং আমাদের প্রিয় মাতৃভূমিতে হানাহানি থেকে বিরত থাকি।” তিনি কুরআনের গুরুত্ব তুলে ধরে বলেন, নবী করীম (সা.)-এর প্রতি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কুরআন। ফুলতলী ছাহেব (রহ.)-এর মাধ্যমে বিশুদ্ধ কুরআন শিক্ষার ধারাবাহিকতা আমাদের কাছে পৌঁছেছে। এ খেদমতে নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি। হিযবুল বাহারের ফজিলত উল্লেখ করে তিনি বলেন, নিয়ম মেনে পাঠ করলে তা জাহিরি ও বাতিনি বিপদ থেকে হেফাজত করে। যিকর-আযকারে সিলসিলার বাইরে নতুন পদ্ধতি অবলম্বন না করার পরামর্শ দেন তিনি। মা-বাবা ও এতিমদের খেদমতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতিমের দুআ অত্যন্ত কার্যকর। মা-বাবার খেদমত ও কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানান। সকাল সাড়ে ১০টায় মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। এরপর খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও দালাইলুল খাইরাত অনুষ্ঠিত হয়। সারাদিন মাহফিলস্থল ছিল ইমানী ও ভাবগম্ভীর পরিবেশে পরিপূর্ণ। মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।