বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাতে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিসিবির একটি সভা আছে। এরপরই বিপিএল চলবে নাকি স্থগিত হবে, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিপিএল গর্ভনিং কাউন্সেলের সদস্য সচিব এমনটাই জানিয়েছেন।
বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। দুপুর ১টায় এবং সন্ধ্যা ৬টায় দুটো ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা আন্দোলনের অংশ হিসেবে কোন ম্যাচই খেলতে মাঠে আসেনি। যে কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে গেছে।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি থেকে অপসারণের নিশ্চয়তা দিলেই তারা ক্রিকেটে ফিরবেন। পরে বোর্ড এক অনলাইন সভা করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুলকে অপসারণ করে। তবে তার পরিচালক পদ বহাল আছে।
এরপরই ক্রিকেট বোর্ড থেকে দিনের দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য ক্রিকেটারদের বলা হয়। কিন্তু নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতিতে মন গলেনি ক্রিকেটারদের। জানা গেছে, রাতে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সঙ্গে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি মালিকরা একটি সভা করবেন। এরপরই বিপিএলের ভাগ্য নির্ধারণ হবে।
বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল সংবাদ মাধ্যমকে দেশের ক্রিকেটার ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তো তাদের ফি কেটে নেওয়া হয় না। তাদের পেছনে বোর্ড কোটি কোটি অর্থ খরচ করে, তারা কোন ট্রফি জিততে পারে না। টি-২০ বিশ্বকাপে বোর্ড দল না পাঠালে তাহলে ক্রিকেটারদের কেন ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি বোর্ডকে শরীর এবং ক্রিকেট ও ক্রিকেটারদের অঙ্গ বলে মন্তব্য করেন।
তার ওই মন্তব্যে ক্ষুব্ধ হন ক্রিকেটার। বুধবার রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক অনলাইন সংবাদ সম্মেলনে, সব ধরনের খেলা বয়কট করেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন শর্ত দেন, নাজমুল বোর্ড থেকে পদত্যাগ করলেই কেবল মাঠে ফিরবেন তারা।