পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

প্রকাশিতঃ জানুয়ারি ১৭, ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই শ্রমজীবী এবং বান্নু থেকে খুশাব শহরের কাজের উদ্দেশ্যে আসছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।