রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট

প্রকাশিতঃ জানুয়ারি ১৯, ২০২৬ | ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানী ঢাকা নগরী ও আশপাশ রুটে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা আনতে কাউন্টার পদ্ধতি ও ই-টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরবান টেক লিমিটেড নামের প্রতিষ্ঠান সড়ক পরিবহন প্রতিষ্ঠানগেুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ই-টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করা যাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ই-টিকিট ব্যবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ থাকবে না। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকিট ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে গণপরিবহনে চলাচলে যাত্রীরা স্বস্তি পাবেন। এই ব্যবস্থা বাস্তবায়নে সব সংস্থা কাজ করে যাবে।