‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি

প্রকাশিতঃ জানুয়ারি ২৮, ২০২৬ | ৭:০০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের। বছরের শুরুতে একটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আরেকটি ছবি তার ক্যারিয়ারে এনে দিয়েছে সবচেয়ে বড় সাফল্য। নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এখন বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে। ফ্রেইডা ম্যাকফ্যাডেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে সিডনি সুইনির সঙ্গে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার। পরিচালক পল ফিগের সিনেমাটি মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হলেও ২৩-২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে পল ফিগের আগের সর্বোচ্চ আয় করা ছবি ‘ব্রাইডসমেইডস’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দ্য হাউসমেইড’। এই সাফল্য সুইনির ক্যারিয়ারেও নতুন অধ্যায় যোগ করেছে। প্রধান চরিত্রে অভিনীত তার আগের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘এনিওয়ান বাট ইউ’-এর আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে নতুন এই থ্রিলার। এমনকি ২০২৫ সালের বেশ কয়েকটি আলোচিত ও পুরস্কারপ্রত্যাশী সিনেমার চেয়েও বেশি আয় করেছে ছবিটি। ছবির গল্পে সুইনিকে দেখা গেছে মিলি ক্যালোওয়ে চরিত্রে কারাভোগ শেষে নতুন জীবন শুরু করতে; যিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের আড়ালে থাকা অস্বস্তিকর গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে মিলি ও তার নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের মধ্যকার সম্পর্ক, ক্ষমতা ও নিয়ন্ত্রণের জটিল দ্বন্দ্বে রূপ নেয়। ‘দ্য হাউসমেইড’ প্রমাণ করেছে, শক্ত গল্প ও মানসম্মত নির্মাণ হলে মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমাও বড়পর্দায় বড় সাফল্য পেতে পারে। সূত্র: হলিউড রিপোর্টার