রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। এ দিন দুপুর ১২টায় আবেদন শুরু হয়ে চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে পারবেন। আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থীদের সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত। তিনটি ইউনিটে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।