কুমিল্লা তিতাসের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর. আর. ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৪ ই মার্চ মঙ্গলাবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে,যেমন খুশি তেমন সাজো, হাড়ি ভাঙা,নাচ, গান ও বিখ্যাত জাদু শিল্পী জাহিদ হাসানের অসাধারণ জাদু উপভোগ করেন আমন্ত্রিত অতিথি,বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বলরামপুর ইউপি পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. নুর নবী।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, চান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মহসিন সরকার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুনসুর আলী মেম্বার, জহিরুল ইসলাম পাশা, মিজান সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা আতাউর রহমান সানু প্রমূখ।এছাড়াও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: ইকবাল হোসেন বাবুল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুলসহ শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় অনুষ্ঠানের সভাপতি মো.আলম সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। আমরা এতে খুব আনন্দ পেয়েছি।পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।