জাপানের ইউটিউব তারকা এমপি বরখাস্ত, পার্লামেন্টে যাননি একদিনও

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৩ | ৮:৪২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

জাপানের তরুণ ইউটিউব তারকা সংসদ সদস্য ইওশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্টে। আজ বুধবার এক প্ল্যানারি সেশনে জাপানের পার্লামেন্ট টানা অনুপস্থিতির কারণে ইওশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করার কথা জানানো হয়। জাপানের পার্লামেন্টের ৭২ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ২০২২ সালের জুলাইয়ে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে একদিনও তিনি পার্লামেন্টে হাজির হননি। তাকে এজন্য ক্ষমা চাইতে বলা হলেও তা নাকচ করে দেন। অনলাইনে ‘গ্যাসি’ নামে ব্যাপক জনপ্রিয় ইওশিকাজু হিগাশিতানি। তিনি এই নামে একটি ইউটিউব চ্যানেল চালান। চ্যানেলটিতে গ্যাসি মূলত জাপানের বিখ্যাত-অবিখ্যাত তারকাদের নিয়ে গল্পসল্প করে থাকেন। এ কারণে তার নামে বেশকিছু মানহানির মামলা রয়েছে। ফলে তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কাও রয়েছে। গত ৮ মার্চের সেশনে তাকে হাজির হতে বলা হলেও তিনি এক ভিডিওবার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তুরস্কে থাকার কথা জানান।