কুমিল্লার তিতাসের জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রাপ্তদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ ই মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার, মো.লেয়াকত আলী মেম্বার,কড়িকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা মো.আওলাদ হোসেন,তাইজুল ইসলাম তারাসহ শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।