তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)। চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এসব বিচ্ছিন্নবাদীদের শক্তহাতে প্রতিহত করা হবে। সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই এসব কথা বলেছেন। চীনা সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে ভারতীয় গণমাধ্যম এএনআই এ খবর জানিয়েছে। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নবাদীদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর অপারেশন পরিচালনা করা সঠিক ছিলো। থান আরো বলেন, তাইওয়ান একমাত্র চীনেরই অংশ এবং চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের যেকোনো ধরনের সরকারি ও সামরিক সম্পর্কের কঠিনভাবে বিরোধীতা করে চীন। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় এসব কথা বললেন যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে।