অহেতুক রানআউটে আজও ব্যর্থ তামিম

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গত ম্যাচে ব্যর্থ হওয়ায় আজ তামিমের প্রতি প্রত্যাশাটা একটু বেশিই ছিল। অহেতুক রানআউটে সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন কই! স্কয়ার লেগে খেলেছিলেন লিটন দাস। রান নেবেন কি না, সেটি নিশ্চিত ছিলেন না লিটন বা তামিমের কেউই। একটু দেরি করে দৌড়ানো শুরু করেন দুই ব্যাটার। বিপজ্জনক প্রান্তে ছিলেন তামিম। যা হওয়ার তাই। মার্ক এডেয়ারের থ্রো সরাসরি ভাঙে স্ট্রাইক প্রান্তের স্টাম্প। দুই ওভারে টানা দুই চার মেরে ছন্দে আসার ইঙ্গিত দেওয়া তামিম হলেন রানআউট। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছে আইরিশরা। তামিমের উইকেট হারিয়ে ১০ ওভারে বাংলাদেশ করতে পেরেছে ৪২ রান। দুই ওপেনার মিলে দশ ওভারে ডট বল খেলেছেন ৪১টি। তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন নাজমুল হোসেন শান্ত। বিকাল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১০২। ২০ ওভারের খেলা শেষ। লিটন দাস ৪৯ রানে ব্যাট করছেন। শান্ত ২৭ রানে ব্যাট করছেন।