কেন্দুয়ায় ভূমিহীন -গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৩ | ৪:২৪ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় ভূমিহীন -গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সারা দেশে ৭ টি জেলা ও ১৫৯ উপজেলায় ভূমিহীন-গৃহহীনমুক্ত ৩৯,৩৬৫ ঘর ভার্চুয়াল উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় বুধবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে কেন্দুয়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া - আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অসীম কুমার উকিল বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমটি সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন পাশাপাশি সমাদৃতও হয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে সঠিক এবং নিখুতভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। এরকম মহৎ কাজের জন্য তিনি উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন। কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, আজ ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কেন্দুয়া উপজেলাকে ক-শ্রেনির ভুমিহীনমুক্ত ঘোষনা করা হবে। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩২৩টি ঘরের মধ্যে তিনধাপে ২০৩ টি লাল সবুজের ঘরে পুর্নবাসন সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার ২২মার্চ ১২০টি ঘর সুবিধাভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, নেত্রকোনা জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক বিপীন কুমার বিশ্বাস, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূৃঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম প্রমূখ। এসময় কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মো.বজলুর রহমান, গোলাম জিলানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান, কামরুজ্জামান খান সোহাগ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান, মো.তাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক আশরাফ গোলাপ, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ এ কে এম শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।