টঙ্গিবাড়ীতে ছেলের মারধরের বিচার চাইতে থানায় ক্রাচে ভর করে শতবর্ষী পিতা।

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৩ | ১১:৫০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

টঙ্গিবাড়ীতে ইসমাইল বেপারী (৮৪) পা হারিয়েছেন ৪৪ বছর আগে। ক্রাচে ভর দিয়ে চলাফেরা করেন তিনি। ছেলের মারধরের বিচার চাইতে আজ রবিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে স্ক্যাচে ভর করে পুত্র বধু নিপা আক্তারকে সাথে নিয়ে টঙ্গিবাড়ী থানায় আসতে দেখা যায় তাকে। তিনি টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের বাসিন্দা। পরে সে থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।তার অভিযোগ সুত্রে জানাগেছে,তার ছেলে শরিফুল ইসলাম আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে তার আলু জমিতে আলু তুলছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের পিরু মোল্লার ছেলে নজু মোল্লা (৩০), তোতা মোল্লা (২৫) ও আঃ হাই বেপারীর ছেলে শাহিন বেপারী (২২) শরিফুলকে মারধর করে জমিতে ফেলে রেখে চলে যায়। পরে তাকে আহত অবস্থায়  উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে আহতের স্ত্রী নিপা আক্তার বলেন, আমার স্বামীকে মারধর করে আলু জমিতে ফেলে রেখে চলে যায় ওরা । পাশে জমিতে কাজ করতে থাকা লোকজন আমার স্বামীকে উদ্ধার করে বাড়ির সামনে দোকানে নিয়ে আসলে আমরা সবাই দৌড়ে যাই। পরে তাকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করি।এ ব্যাপারে বৃদ্ধ ইসমাইল বেপারী বলেন, আমি একা চলাফেরা করতে পারিনা। ৪৪ বছর আগে পায়ে লম ফোড়া হয়েছিল।তারপরে ডাক্তার ডান পা কেটে  ফেলে। এখোন কাজকর্ম করতে পারিনা ছেলেরা দেখাশুনা করে। আজ ছেলেকে মেরে জমির মধ্যে ফেলে রাখছে ওরা । আমার ছেলের বৌ নিপা ছাড়া আর কেউ নেই ওর। বাধ্য হয়ে নিজেই কাটা পা নিয়ে স্ক্যাচে ভর করে খুড়িয়ে খুড়িয়ে থানায় আসছি। অভিযোগ দায়ের করলাম। পুলিশ বলছে রাতে ওসি সাহেব অভিযোগ দেখে পরে পুলিশ পাঠাইবে।আমি বিচার চাই। তিনি আরো বলেন, আমার ছেলে এ বছর ১২ ঘন্ডা (৮৪ শতাংশ) জমিতে আলু লাগাইছে।  আমার নিজের কোন জমি নাই। ঋণ করে অন্যের জমি লিজ নিয়ে আলুগুলো  লাগাইছিল। কয়দিন যাবৎ বৃস্টি হচ্ছে। এখোন আলুুগুলো উঠাইতে না পারলে  আরো বৃষ্টি হইলে আলু পচেঁ নষ্ট হয়ে যাইবো। ছেলে হাসপাতালে আমি অসহায় ঠিকমতো চলাফেরা করতে পারিনা এখোন জমি হতে আলু তুলবো কে?এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ডিউটি অফিসার এসআই সৈকত বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।