কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মৃত ব্যক্তিদের লাশ গোসল ও লাশ দাফনের জন্য খাটিয়া বিতরণ করা হয়েছে।২৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দের ১% এর অর্থ দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মৃত ব্যক্তিদের লাশ গোসল ও লাশ দাফনের জন্য খাঁটিয়া বিতরণ করা হয়।বলরামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.নূর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন।কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো.কাউছার আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান মেম্বার,আবদুর রহিম মেম্বার,বলরামপুর ইউনিয়নের সদস্য মো.মোফাজ্জল হোসেন, মো.আলাউদ্দিন ব্যাপারী,মো.জাহাঙ্গীর আলম,মো.রিপন ভূইয়া, মো.মকবুল হোসেন,আবুল কালাম আজাদ, পাভেল মাহমুদ সুমন,রমজান ব্যাপারী,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তার,বিশিষ্ট সমাজ সেবক মো.আওলাদ হোসেন, মো.হেলাল ভূইয়া,কাজী বিল্লাল হোসেন,মো.জুয়েল রানা প্রমুখ।