দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে লিখেছেন ঢাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মুহম্মদ আরিফুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। ১. ব্যবসায় সব সময় কী বিদ্যমান থাকে? ক. ঝুঁকি খ. বীমা গ. মুনাফা ঘ. ক্ষতি ২. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি? ক. ব্যয় বাড়ানো খ. উৎপাদন বাড়ানো গ. নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা ঘ. বেশি ঝুঁকি নেওয়া ৩. ‘ব্যাংকিং’ কোন ধরনের শিল্প? ক. সেবা খ. আর্থিক গ. নির্মাণ ঘ. সহায়তা ৪. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে? ক. প্রাচীন খ. মধ্য গ. আধুনিক ঘ. প্রস্তর ৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কবে? ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে ৬. কোনটি আধুনিক যুগের নিদর্শন? ক. কাগুজে মুদ্রা খ. দ্রব্য বিনিময় গ. শিল্পবিপ্লব ঘ. সংগঠন ৭. ব্যাংক ব্যবস্থার প্রচলন হয় কোন যুগে? ক. আধুনিক খ. মধ্য গ. প্রস্তর ঘ. প্রাচীন ৮. বীমা ব্যবস্থার প্রচলন হয় কোন যুগে? ক. আধুনিক খ. মধ্য গ. প্রস্তর ঘ. প্রাচীন ৯. ATM-এর পূর্ণ রূপ কী? ক. Auto taka Maker খ. Automated Teller Machine ক. Automated taka Maker খ. Automated Tell Machine ১০. আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক. ২ খ. ৩গ. ৪ ঘ. ৫ ১১. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়? ক. কোম্পানি খ. সমবায় সমিতি গ. প্রাইভেট লি. কোম্পানি ঘ. অংশীদারি ব্যবসায় ১২. কত সাল থেকে মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় উদ্যোগ বইটি অন্তর্ভুক্ত হয়? ক. ১৯৯০ খ. ১৯৮৩ গ. ১৯৯৬ ঘ. ১৯৯৮ ১৩. কোনটি মেধাসম্পদের মধ্যে পড়ে না? ক. আসবাব খ. পেটেন্ট গ. ট্রেডমার্ক ঘ. কপিরাইট ১৪. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কেন? ক. পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য খ. প্রকৃত উদ্ভাবককে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য গ. মুনাফা বৃদ্ধির জন্য ঘ. উদ্যোক্তা তৈরির জন্য ১৫. বাংলাদেশে সর্বশেষ কত সালে কপিরাইট আইন সংশোধন করা হয়? ক. ২০১১ সালে খ. ১৯৪৮ সালে গ. ২০০৫ সালে ঘ. ২০০৪ সালে সঠিক উত্তর : ১.ক ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ক ৮.ক ৯.খ ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ