টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

টানা দুই ম্যাচে টস হারল বাংলাদেশ। আর দুটিতেই শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। যদিও চট্টগ্রামে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আর তাই নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাগরিকায় আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশায় রয়েছে আইরিশরা। এরই ধারাবাহিকতায় দুপুর দুইটায় শুরু হতে যাওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। সিরিজ জয়ের লক্ষ্যে আগের ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে আইরিশরা। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে এসেছেন ফিওন হ্যান্ড। বাংলাদেশ একাদশ লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ড একাদশ পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার, হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ফিওন হ্যান্ড, বেন হোয়াইট ও গ্র্যাহাম হাম