ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নেকমরদ হাইওয়ে রোর্ডের পার্শ্বে ঘুঘু ডাঙ্গা এলাকায় একটি অসাধুচক্র ভূমি দুস্য অবৈধ্যভাবে সরকারী জেলা পরিষদের নয়নজলিতে অর্থের বিনিময়ে অজ্ঞাত অর্থলোলুপদের ম্যানেজ করে রাতের আধাঁরে কোন এক অদৃর্ষ খুটির জোরে দখল দারিত্বের রাজত্ব কায়েম,করছে।প্রশাসন অসহায়। এ বিষয়ে এক এক শ্রমিক নেতা বলেন, একটি চক্র নাম প্রকাশে অনিচ্ছুক,কোন এক দলের সদস্যরা ওখানে গেছিল,আপপি তাদের সাথে দেখা করেন, আপনার সেলামী পেয়ে যাবেন। একটি সুত্র জানায়,এখানে যে যখন আসচ্ছে,তাকে এই বিশাল নির্মানাধীন বাড়ির মালিক কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে ম্যানেজ করে অবৈধ্য স্হাপনা গড়ে তুলছে। এ বিষয়ে দখলদার এর সাথে যোগাযোগ করা হলে তিনাকে পাওয়া যায়নি।এদিকে এ বিষয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার কবীর নাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আসলে ওই বিষয়টি জেলা পরিষদের নিয়ন্ত্রনে,তাদের সাথে যোগাযোগ করেন,এবং তিনি আরো বলেন,তিনারা যদি আমাদের সহযোগীতা চায়,তবে আমরা সেক্ষেত্রে একজন ম্যাজিট্রেট দিয়ে সহায়তা করবো। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন এর সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে,তিনি বলেন,জেলা পরিষদের জায়গায় কেউ বেআইনি ভাবে স্হাপনা নির্মান করতে পারবেনা,আর যদি কেউ করার চেষ্টা করে,তার বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে।তবে এ যাবত কেউ অভিযোগ করেনি,অভিযোগ আসলে বিষয়টি আইনগত ব্যবস্হা নিবো।