চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র উদ্যোগ ৭দিনে ড্রাইভিং লাইসেন্স: কার্যক্রমের শুভউদ্বোধন

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৩ | ৮:৪৮ অপরাহ্ন
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

\"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ\'র উদ্যোগ\" এ প্রতিপাদ্য\'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে বিআরটিএ সার্কেল। একই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজনে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি ) ও জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরএসসি) এর সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ মার্চ ২০২৩) সাকলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেল সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক (বিআরটিএ) সার্কেল\'র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আনিসুর রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, জেলা ট্রাক মালিক গ্রুপ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আনিছুর রহমান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (ডিসি) একেএম গালিভ খাঁন বলেন, মহা সড়কে অবৈধ যানবাহন চলাচল করলে নিয়মিত মোবাইল নিয়মিত কোর্ট অব্যাহত থাকবে। পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, এবিষয়ে পরিবহন মালিক গ্রুপের নেতাদের আহ্বান জানানো হয়। সহকারী পরিচালক (বিআরটিএ) শাহজামান হক বলেছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে (বিআরটিএ)\'র উদ্যোগ বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণের ফলে ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহণ করা যাবে। এতে করে (বিআরটিএ)\'র সেবা নিতে আসা গাড়িচালকদের ভোগান্তিতে পড়তে হবেনা বলে এসব কথা বলেন।