নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগবাজার এলাকায় ত্রিমোহনী ঘাটে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ২৪তম মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গোগবাজার এলাকায় দিনব্যাপী বসে বারুণীমেলা। এতে দেশীয় নানারকম পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোগবাজার এলাকায় সাইডুলি, পাটেশ্বরী ও রাজেশ্বরী এই তিনটি নদী একত্রে মিলিত হয়েছে। আর গত ২৪ বছর ধরে এই ত্রিমোহনীতে মহা অষ্টমী স্নানের আয়োজন করে আসছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং এ অষ্টমী স্নানে অংশ নিতে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, আটপাড়া, মদন ও তাড়াইল উপজেলার পূণ্যার্থীরা ছুটে আসেন। এদিকে নির্বিঘ্নে এ মহা অষ্টমী স্নান সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও কেন্দুয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র জানান, প্রতি বছরের মতো এবারও আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী স্নান সম্পন্ন করতে পেরেছি। এ জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।