\'রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তভুক্তিমুলক বিশ্ব গঠন’-এ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। রোববার(২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(নাটোর ও নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ এমপি। সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ। জেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর জেলায় জরিপকৃত প্রতিবন্ধীর সংখ্যা ৪৬ হাজার ৬৮৭ জন। এরমধ্যে এক হাজার ১৮ জন অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তি। ২৭ হাজার ৬৩৩ জন প্রতিবন্ধী মাসিক ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এবং ৮৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন।