ইউক্রেনে অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজকের কারাদণ্ড

প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালত দেশটির অর্থোডক্স চার্চের ধর্মজযককে কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ তৈরি এবং রাশিয়াকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার। শনিবার এক বিবৃতিতে এ আদেশের কথা জানায় ইউক্রেনের ওই আদালত। এতে বলা হয়, কিয়েভের ওই অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজককে ৬০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ জন্য তাকে কারাগারে নেওয়া হবে না। অর্থোডক্স চার্চের এ শীর্ষ ধর্ম যাজককে গৃহবন্দি করা হবে। তার এ দণ্ড নিশ্চিত করতে তাকে একটি ইলেক্ট্রনিক ডিভাইসসংবলিত ব্রেসলেট পরে থাকতে হবে। যাতে তার গতিবিধি নিশ্চিত করা যায়।