মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক বিরোধী টাস্কফোর্স এর অভিযানে গাঁজাসহ মোঃ ইউসুফ মোল্লা (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও একশো টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা জানতে পারেন জামালদী এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছেন। তথ্য নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলামের নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে গাঁজা সহ ইউসুফ মোল্লা কে আটক করে। আটককৃত ইউসুফ মোল্লা হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকার মৃত নুরুল মোল্লার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম ভূঁঞা। তিনি জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।