কুষ্টিয়া খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশ) গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (০৫এপ্রিল) খোকসা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, নেতৃত্বে এসআই এস,এম মেহেদি হাসান, এএস,আই মোঃ কবির উদ্দিন শেখ, সঙ্গীয় ফোর্সসহ সকাল ০৮.০৫ ঘটিকা হইতে থানা এলাকায় জরুরী ডিউটি করা কালিন একই তারিখ সকাল ১১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিক্তিতে খোকসা থানাধীন এক্তারপুর গ্রামে জনৈক ইউনুস শেখ, এর চায়ের দোকানের সামনে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করে। এ সময় ঘটনা স্থলে সরকারী গাড়িযোগে পুলিশের চৌকস টিম পৌছানো মাত্রই ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় খোকসা থানাধীন এক্তারপুর টু কলিমোহর গামী রোডের জনৈক ইউনুস শেখ, এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১০০ (একশ) গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো– কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন এক্তারপুর এলাকার মৃতঃ আফসার শেখের ছেলে শাহাজান হোসেন লতা (৪৫), এবং রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিক্তিডাঙ্গা এলাকার মৃতঃ চৈতন্য সরদারের ছেলে যুগল সরদার (৩০)। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে এই এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে খোকসা থানায় ০৫/০৪/২০২৩ ইং তারিখ ৩৬(১) সারনির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রজু করা হয়েছে যাহার মামলা নং ০২, দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।