ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নৌকাডুবির পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে শুক্রবার বিকেলে স্ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর- এএফপি ও আল-জাজিরার।
নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে ছেড়ে যায়। আরোহী ছিলেন ৩৭ জন।
এএফপির হিসাব অনুযায়ী গত মার্চ থেকে এ ধরনের অন্তত ছয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ নিখোঁজ হয়েছেন।