মুন্সীগঞ্জের শ্রীনগরে মাহে রমজানে বাজার মনিটরিং মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।গতকাল রোববার সকালে উপজেলার শ্রীনগর বাজারে বাজার মনিটরিং মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখাসহ অন্যান্য অপরাধে ০২টি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং বাজারের বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর থানা পুলিশের সদস্য ও বাজার কমিটির নেতৃবৃন্দ।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলার অন্যান্য বাজারেও জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।