আইপিএলের জন্য বাড়তি ২ ‍দিন ছুটি নিলেন লিটন

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে রোববার সন্ধ্যায় ভারত সফরে যান জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। আইপিএলের মাঝপথে আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবেন তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ড সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আইপিএল ছেড়ে ৫ মে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার দুপুরে মিরপুরে বলেন, লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ইংল্যান্ডে বাংলাদেশ দল ২ মে পৌঁছার করার কথা। লিটন খুব সম্ভবত ৫ তারিখ দলের সঙ্গে যোগ দেবে। আর মোস্তাফিজুর রহমান নির্দিষ্ট সময়েই দলের সঙ্গে যোগ দেবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আরও বলেন, আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছেন, তাই সেখানে ক্যাম্প হবে। জালাল ইউনুস আরও বলেন, ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছবে। ৫ মে একটা প্রস্তুতি ম্যাচ আছে। কোচ বলেছেন, ম্যাচ শুরু হওয়ার কয়েক দিন আগে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করলে সেখানকার পরিবেশটা বোঝা যাবে।