মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ান বাজার ব্রিজ থেকে শুরু করে কাশিপুর বুড়িপাড়া হয়ে মুক্তারপুর যাওয়ার পিচ ঢালাই রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন অংশের পিচ ও ইটের সলিং উঠে এবং দেবে গিয়ে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে খানা-খন্দে ভরে গেছে। এতে অটো, মিশুক, রিক্সা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এমনকি বৃষ্টির সময় স্কুল-কলেজ, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসুল্লি ও পথযাত্রীদের যাতায়াতে ভোগান্তিতে পড়ে দূর্ঘটনার শিকার হতে হয়।আজ সোমবার সরেজমিনে দেওয়ান বাজার-কাশিপুর গিয়ে দেখা যায়, প্রায় ১ কিঃ মিঃ রাস্তাটির খারাপ অবস্থা। গত কয়েক বছর যাবৎ সংস্কারের অভাবে রাস্তার মাঝে মাঝে পিচ ও সলিং করা ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি এই রাস্তা দিয়ে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল যাতায়াতসহ পায়ে হেঁটে চলাচল দুস্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, বহুদিন ধরে এই রাস্তাটির বেহাল অবস্থা থাকার কারণে আমাদের এই এলাকার মানুষের অনেক কষ্ট পেতে হচ্ছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের সন্তানরা বৃষ্টির দিনে পায়ে হেঁটে স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে সমস্যা হয়। এমনকি রাতে আমরা মুসুল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে যেতে অসুবিধা হয়। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য জোর দাবি জানাই।