এক কিশোরকে ঠোঁটে চুম্বনের পর জিহ্বা বের করে দিলে চুষে দিতে পারবে কিনা জানতে চাওয়া তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা অবশেষে ক্ষমা চেয়েছেন। সোমবার দালাই লামার কার্যালয়ের এক বিবৃতিতে ওই ক্ষমা চাওয়া হয়। এই ধর্মগুরুর কার্যালয় বলেছে, তার কথায় আঘাত লাগতে পারে এমন সম্ভাবনা থেকে শিশুটি ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মগুরু তার সাথে দেখা করতে আসা লোকজনকে প্রায়ই নিরীহ এবং কৌতুকপূর্ণ উপায়ে উত্যক্ত করেন, এমনকি প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও। তিনি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফুটেজ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শিশুটির প্রতি দালাই লামার এমন আচরণকে অসঙ্গত এবং বিরক্তিকর বলে মন্তব্য করেন। বিবিসি বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ওই ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।