দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সঙ্গে টাকার অঙ্কে কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার। সোমবার ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর কমেছে ৮৮টির। বেড়েছে ৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮৭টির দর। ডিএসইএক্স ছাড়া অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৪ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ছিল আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। গতকাল শেয়ারটির দর ৬ দশমিক ২১ শতাংশ কমেছে। দরপতনে দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। শেয়ারটির দর ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। আর দরপতনে তৃতীয় স্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৩০ শতাংশ। দরপতনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে– পেপার প্রসেসিং, কোহিনুর কেমিক্যাল, তমিজ উদ্দিন টেক্সটাইল, এসিআই ফরমুলেশন, কে অ্যান্ড কিউ, দেশ গার্মেন্টস ও জেনেক্স ইনফোসিস লিমিটেড। গতকাল ডিএসইতে দর বাড়ার শীর্ষে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। শেয়ারটির দর ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। আর তৃতীয় স্থানে ছিল অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ। দর বাড়ার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে– সমতা লেদার, বিডি থাই ফুড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন ও জেমিনি সি ফুড। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক কমেছে। তবে লেনদেনের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে। সিএসইর সার্বিক সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮। আর মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকার। আগের দিন যা ছিল ৫ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকা।