বাংলায় ৩৫ আসন পেলেই পড়ে যাবে পিসি ভাইপোর সরকার: অমিত শাহ

প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৩ | ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ভারতে আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে নেতাকর্মীদের ৩৫টি আসনে জয়ের লক্ষ্য দিলেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, লোকসভায় ৩৫টির এর বেশি আসন বঙ্গবাসী দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৫ সালের আগেই পিসি ভাইপোর সরকার পড়ে যাবে বলে আশ্বস্ত তিনি। তবে সিএএ লাগু করা নিয়ে একটি কথাও বলেননি শাহ। শুক্রবার প্রচণ্ড দাবদাহের মধ্যে বীরভূম জেলার সিউড়ির বেনীমাধব হাই স্কুলের মাঠে জনসভা করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিসি-ভাইপো শুনে রাখুন, আপনারা যা ইচ্ছে করে নিতে পারেন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামবে না।’ মমতার জতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর নাম না করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন। রাজ্যের পরবর্তী বিজেপি থেকে কেউ হবেন।’ এদিন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে ‘হিটলারি শাসন’ বলে উল্লেখ করেন শাহ। তিনি বলেন, ‘আমি আজ বাংলার জনতাকে বলতে এসেছি, ২০২৪ এর নির্বাচনে বাকি কাজটুকু সেরে ফেলুন। বাংলায় ৩৫টির থেকে বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়ে মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। পিসি ভাইপোর অপরাধকে শেষ করার একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি। বাংলাকে সংন্ত্রাসমুক্ত করার একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি। অনুপ্রবেশ, গরুপাচার রুখতে পারে একমাত্র বিজেপি। ২০২৪ সালে আমাদের ৩৫-এর বেশি আসন দিন, ২০২৫ সালের অপেক্ষা করতে হবে না। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধসে যাবে। আর একবার বাংলায় পদ্ম ফোটালে বোমা বিস্ফোরণ হবে না, রাম নবমীর মিছিলে হামলা হবে না, অত্যাচার হবে না, অনুপ্রবেশ হবে না, গরুপাচার হবে না। বাংলায় যে ধরনের দুর্নীতি চলছে তা শেষ করার একমাত্র উপায় ভারতীয় জনতা পার্টি’। সিউড়ি থেকে কলকাতায় ফিরেই কলকাতায় ফিরেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গর্ভগৃহে ভবতারিণীর মূর্তিতে পূজা অর্চনা করেন। অংশগ্রহণ করেন সন্ধ্যারতিতে। বেরিয়ে তিনি বলেন, ‘বাংলার সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকুক। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। সমস্ত ধর্মের উৎসব মানুষ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। কাউকে যেন কোনও সন্ত্রাস বা হিংসার মুখোমুখি হতে না হয়, আমি আজ মায়ের পায়ে এই প্রার্থনা করে এসেছি, বাংলার মানুষের মধ্যে যে রকম উদ্দীপনা দেখেছি তাতে আমার মনে কোনও সন্দেহ নেই যে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ৩৫টির বেশি আসন পাবে। আরও একবার মোদিজি ৩০০টির বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন’। দুদিনের সফরে শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ।এদিনই রাতে নিউটাউনের হোটেলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই আসন্ন নির্বাচনে দলের নেতৃত্বের সঙ্গে প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা সারেন তিনি। এদিকে শাহের সরকার পড়ে যাওয়ার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অগণতান্ত্রিক, অসংবিধানিক, স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা করে না। ২০২১ সালে ডেইলি প্যাসেঞ্জারি করার পরও হেরেছেন। বুকের পাটা থাকলে বলুন ২০২৬-এর নির্বাচনে মোকাবিলা করব। মাঝপথে পিছন দরজা দিয়ে সরকার ফেলা চক্রান্ত হচ্ছে। যেটা আমরা বারবার বলে আসছি। সেটাই এবার ঝুলি থেকে বেরিয়ে এলো। দিল্লি থেকে আসলে সব চক্রান্ত হচ্ছে। যেটা অমিত শাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন।’ তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘অমিত শাহ যে আসন সংখ্যা বেঁধে দিয়েছেন তা শুনে হেস্টিংসের ঘোড়াও হাসবে।’ তিনি বলেন, ‘একুশের ভোটের আগেও বাংলায় ২০০ আসন পাওয়ার আস্ফালন দেখিয়েছিলেন অমিত শাহরা। তারপর বাংলার মানুষ কাকে ফুসস করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল তা সবাই দেখেছে।’