ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার অনুমোদন

প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৩ | ৪:১৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল সাংবিধানিক পরিষদের অনুমোদন পেয়েছে। শুক্রবার বিলটি অনুমোদন দেয় সাংবিধানিক পরিষদ। খবর আল-জাজিরার। সাংবিধানিক পরিষদের অনুমোদনের ফলে শিগগিরই এ সংস্কারকে আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে। ফ্রান্স সরকার জানায়, সেপ্টেম্বর থেকে নতুন আইন কার্যকর করা হবে। অন্যদিকে সাংবিধানিক পরিষদের অনুমোদনের পরপরই ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়। প্যারিস সিটি হলের বাইরে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। গত জানুয়ারির মাঝামাঝিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা হয় এবং পার্লামেন্টে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত ঘোষণা আসার পরই সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। গত কয়েক সপ্তাহ ধরে চলমান ও কখনও কখনও সহিংস রূপ নেওয়া বিক্ষোভের মধ্যেই বিলটির অনুমোদন দেওয়া হলো। আগে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত, সংস্কার পরিকল্পনা কার্যকর হলে সেখানে অন্তত ৪৩ বছর কাজ করলে প্রাপ্য পেনশনের পুরোটা দেওয়া হয়। আর এর চেয়ে কম কাজ করলে কিছু তহবিল কাটা হতো।