ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়কের স্টেশন রোডে বিআরটি সড়কের প্রকল্প কাজে ঢালাই করার সময় একটি ক্রেন উল্টে ৭ পথচারী আহত হয়েছেন। শনিবার ইফতারির পূর্ব মূহুর্তে এই ঘটনা ঘটে। ঘটনা ঘটার পর থেকে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত লোকজন বিআরটি কর্মচারীদের উপর মারমুখী হয়ে পড়লে তারা পালিয়ে আত্মরক্ষা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি রাস্তার কাজ চলার সময় হঠাৎ করে বিকট শব্দে বিশাল একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে ছিটকে পড়ে। ক্রেনটি ফ্লাইওভারে ঢালাইয়ের কাজ করছিল। দুর্ঘটনায় কমপক্ষে ৭ পথচারী আহত হন। আহতদের মধ্যে দুজনকে নিকটস্থ টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি আশাফুল ইসলাম বলেছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে।