রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি এবং ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্ত দুই হাজার জনের মধ্যে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। শনিবার বিকেলে নিউ মার্কেট এলাকায় আনসার ও ভিডিপির পক্ষ থেকে পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী ও ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) এর জোন কমান্ডার উপ-পরিচালক মো. নাহিদ হাসান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া বিজিবির পক্ষ থেকে পানি বিতরণ করা হয়েছে। শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন। অগ্নিনির্বাপণ কাজে পাঁচ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে দুজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুজন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণ আসা পর্যন্ত আনসার সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেন। এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের ইফতারের জন্য পানিও বিতরণ করেছে বিজিবি।