দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৩ | ১০:১৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

দাম কমা‌র এক সপ্তাহ না যেতেই আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা, এতদিন যা ছিল ৯৭ হাজার ১৬১ টাকা। শ‌নিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ১ হাজার ৭১৫ টাকা দরেই বিক্রি হবে। সমিতির ঘোষণা অনুযায়ী, রোববার থেকে ২১ ক্যারেট স্বর্ণ ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতনি স্বর্ণ ৬৭ হাজার ১২৬ টাকা দামে বিক্রি হবে। আজ শনিবার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণ ২২ ক্যারেট ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা ও সনাতনি স্বর্ণ ৬৬ হাজার ২৫২ টাকায় বিক্রি হয়। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতনি স্বর্ণে ৮৭৪ টাকা বাড়ছে। এর আগে গত ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৭ হাজার ১৬১ টাকা। তারও আগে গত ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ে। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৯৯ হাজার ১৪৪ টাকা।