নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, ওসি আলী হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান জাকির আলম, এনামুল কবীর খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।