নেত্রকোনার কেন্দুয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৫৬ জন। সারা দেশের ন্যায় কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ শুরু হয়েছে রবিবার ( ৩০ এপ্রিল)। কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ বছর এসএসসি সমমানের ১ম দিনের পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে নাই।এর মধ্যে এসএসসি তে বাংলা ১ম পত্রে অনুপস্থিত - ১৮ জন,দাখিলে কোরান মাজীদে অনুপস্থিত ৩৩ জন এবং ভোকেশনাল বাংলা -২ তে ০৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে নাই। কেন্দ্র ভিত্তিক অনুপস্থিত কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ০২ জন,সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ০৬ জন,আশুজিয়া জেএনসি ইনস্টিটিউটে ০৮ জন,বৈখেরহাটি এনকে উচ্চ বিদ্যালয়ে ০২ জন,কেন্দুয়া আশরাফিয়া হুসাইনিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসায় -১৪ জন,ভরাপাড়া কামিল মাদ্রাসা য়- ১৯ জন,রায়পুর দাখিল মাদ্রাসায় -০৩ জন এবং বানেরটেক কারিগরি কলেজে ০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে নাই। প্রসঙ্গত কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় ৪ টি কেন্দ্র এবং ৪টি ভেন্যুতে ৩২ টি প্রতিষ্ঠানের ৩৫১২ জন পরীক্ষার্থী,দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্রে ১৭ টি প্রতিষ্ঠানের ৮২৪ জন পরীক্ষার্থী এবং কারিগরি / ভোকেশনাল পরীক্ষায় ২ টি কেন্দ্রে ১৩ টি প্রতিষ্ঠানের ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করার কথ ছিল। কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন রবিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ শুরু হয়েছে। মোট ৪৭৬৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিল কিন্তু প্রথম দিনের পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।। পরীক্ষা সম্পুর্ন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বললেও জানান তিনি।