মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলয় শ্বশুর নিহত, জামাই আহত।

প্রকাশিতঃ মে ৩, ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বৈদ্যুতিক সঞ্চালন সংযোগ তার টানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ফজলুর রহমান বেপারী (৭০) নিহত হয়েছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে তার মেয়ে জামাই শ্যামল শেখ (৩৮)।গতকাল মঙ্গলবার (২মে) বিকেল ৩টার দিকে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যানশিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান বেপারী ওই গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে। ছুরিকাঘাতে আহত জামাই শ্যামলকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শ্যামল জানান, সম্প্রতি প্রতিবেশী রাসেল বেপারীর বাড়ির বৈদ্যুতিক সঞ্চালন সংযোগের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে তার শ্বশুর ফজলুর রহমানের বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার টানতে যায় রাসেল ও তার ভাগিনা মিলন। এ সময় তার শ্বশুর বৈদ্যুতিক তার টানতে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে  খবর পেয়ে  তিনি সেখানে ছুটে গেলে আবারও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দু’পক্ষই। এ সময় ওই বৃদ্ধাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। জামাই শ্যামল বাধা দিতে গেলে  তাঁকেও ধারালো ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্বশুর ফজলুল রহমান বেপারীকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. তারিকুজ্জামান দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানান, ‘বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে মারামারি হয়েছে দুইপক্ষে মধ্যে। এতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।’