সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন

প্রকাশিতঃ মে ৩, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত করলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ(উপ-কমিটি) এর সাবেক সহ সম্পাদক, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও মাস-বাংলা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ জামিল হোসাইন। মঙ্গলবার(২রা মে) আসরবাদ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মরহুম এমপি ডাঃ মোজাম্মেল হোসেনের নিজ গ্রাম কচুবুনিয়ায় তার কবর জিয়ারত করেন মোঃ জামিল হোসাইন। সেখানে মোঃ জামিল হোসাইনের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মিলন, মেজবাহ উদ্দিন খোকন, রুহুল আমিন, বাদশা মীর সহ মোরেলগঞ্জ ও শরণখোলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ডাঃ মোজাম্মেল হোসেনের এলাকার মানুষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা। মোঃ জামিল হোসাইন সবাইকে নিয়ে মোনাজাত করেন ও সকলের কাছে ডাঃ মোজাম্মেল হোসেনের জন্য দোয়া চান। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ জামিল হোসাইন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ডাঃ মোজাম্মেল হোসেনের স্মৃতি তুলে ধরেন। এছাড়া মোরেলগঞ্জ-শরণখোলায় ডাঃ মোজাম্মেল হোসেনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। মোঃ জামিল হোসাইন বলেন বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন(এমপি) ও ডাঃ মোজাম্মেল হোসেনের আদর্শ নিয়েই তিনি সামনে এগিয়ে যাবেন এবং এলাকার বেকার সমস্যা সহ যাবতীয় সমস্যা দূরীকরণ করবেন। এছাড়া বিদেশি বিনিয়োগ এনে স্মার্ট মোরেলগঞ্জ-শরণখোলা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মোঃ জামিল হোসাইন।