মিসরে সড়কে প্রাণ গেল ১৪ জনের

প্রকাশিতঃ মে ৪, ২০২৩ | ৭:০৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির আসুইত-খাড়গা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারি পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মিসরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। মিসরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্রাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল অবস্থা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭১০১ জনের মৃত্যু হয়।