ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোড়া অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটির বিমান বাহিনী। বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনীটি জানিয়েছে, বুধবার রাতে রুশ বাহিনী ২৪টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অর্থাৎ রাশিয়ার ছোড়া ৭৫ শতাংশ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে কিয়েভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘বুধবার রাতে শত্রুরা আবারও উত্তরের ব্রায়ানস্ক অঞ্চল এবং দক্ষিণের আজভ সাগরের পূর্ব উপকূলের দিক থেকে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে। তবে ইউক্রেনীয় বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় ১৮টি আক্রমণকারী ইউএভি (আনম্যানড এয়ার ভেহিকল) ধ্বংস করেছে।’ প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে রাজধানী কিয়েভ এবং ওডেসায় তীব্র আক্রমণ হয়েছে। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান সতর্কতা বন্ধ না হওয়া পর্যন্ত লোকজনকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। দেশটির রাজধানী কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিয়েভে রাশিয়ার সবচেয়ে তীব্র বিমান হামলাকে প্রতিরোধ করেছে। এ সময় রাশিয়ার ছোড়া সকল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, এসব হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত কিংবা আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। তবে কিয়েভ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওই হামলার পর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।