উত্তাল ঠাকুরগাঁও গনমাধ‍্যম কর্মীদের মানব বন্ধন

প্রকাশিতঃ মে ৪, ২০২৩ | ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নিয়োগ বাণিজ্য ও ঘুষ নিয়ে গাজী টেলিভিশনে সংবাদ করায় চ্যানেলের জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভূট্টোর বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও জেলা ও উপজেলার সকল স্তরের গনমাধ‍্যম কর্মীরা। তারই ধারাবাহিকতায় জোরালো ভাবে ঠাকুরগাঁও চৌরাস্তায় বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় কঠোর প্রতিবাদে বক্তারা বলেন, সংবাদকর্মীরা হচ্ছে সমাজের দর্পন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, আর এই দর্পনকে যদি ঢেকে রাখে তাহলে সমাজ অন্ধকারে আচ্ছাদিত হয়ে থাকবে। দেশের বিভিন্ন সাংবাদিকগণ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করবে আর রাষ্ট্র সেটিকে সমাধান করবে। সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি গাজী টিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো যে সংবাদ পরিবেশন করেছেন সেটি আসলেই সত্য। দুর্নীতি প্রকাশ করার কারণে উক্ত স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন সাংবাদিক ভূট্টোর নামে চাঁদাবাজির মামলা করেছেন। বিষয়টি অত্যন্ত ন‍্যাক্কারজনক ঘটনা। মামলা দিয়ে এভাবে সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা সে যতবড় ক্ষমতাসীন হোক না কেন । আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই, সেই সাথে এ মামলা আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর ভাবে রাজপথে নামবে বলে কঠোর হুঁশিয়ার দেন বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীমউদ্দীন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলমসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্যরাসহ অন্যান্যরা। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভি ও সারাবাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর উপর গেল শুক্রবার (২৮ এপ্রিল) উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।