ইসরাইলি হামলায় জ্বলছে গাজা : নিহত ১২

প্রকাশিতঃ মে ১০, ২০২৩ | ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইসরাইলি রাষ্ট্রের গঠনের পর থেকে জ্বলছে ফিলিস্তিন। কখনো গাজা, আবার কখনো জেরুজালেম কিংবা পবিত্র মসজিদ আল আকসা। দিনের পর দিন নির্যাতন ও দখলে ফিলিস্তিনিরা এখন ক্ষুদ্র জাতিতে পরিণত হয়েছে। তাদের প্রায় ৮০ শতাংশ ভূমি ইসরাইল দখল করে নিয়েছে। বাকী যে টুকু আছে তাও দখলের চেষ্টায় প্রতিদিন হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদিকে গত সপ্তাহের পর আবার গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। সোমবার রাতে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। হামলার পর দেখা যায় আবাসিক ভবন থেকে আগুনের ফুলকি উঠছে। সংবাদ মাধ্যম আল জাজিরার ইয়মনা আল সায়েদ গাজা থেকে জানান, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। যাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। আল সায়েদ বলেন, গাজার বিভিন্ন এলাকায় সোমবার ভোররাত ২টার দিকে আবাসিক ভবনগুলোতে হামলার শব্দ শোনা যায়। এসময় আগুন জ্বলতে দেখা যায় ঐ এলাকায়। তিনি আরও জানান, এই হামলায় কারা নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের নাম স্পষ্ট নয়। আমরা কেবল বলতে পারি যে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর এক সপ্তাহ আগে ইসরাইলি বিমানবাহিনী গাজায় হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি এক কারাবন্দী অনশনের ফলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই হামলা হয়েছিল। তবে কাতার, মিসর ও জাতিসঙ্ঘের তৎপরতায় ওই হামলা বন্ধ হয়েছিল। এবার কেন হামলা শুরু হলো, তা স্পষ্ট নয়। সূত্র : আল জাজিরা