আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অর্থ প্রদান করলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিতঃ মে ১৩, ২০২৩ | ১০:২০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৫ নং চককীর্তি ইউনিয়ন লহলামারী বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী মোঃ রুহুল আমিন,ও মোঃ সাইফুল ইসলামকে নিজ অর্থায়নে চাল ও নগদ অর্থ প্রদান করলেন চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান(আনু মিঞা)। ১৩ মে ২০২৩ খ্রিঃ তারিখ বিকেলে ইউনিয়নের লহলামারী বাজারে অর্থ প্রদান করা হয়। অর্থ প্রদানে সময় উপস্থিত ছিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, চককীর্তি ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (চুটু সর্দার) ৬ নং ওয়ার্ড, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল হোসেন(বি,এস,সি), অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, আশরাফুল আলম আরও সম্মানিত ব্যক্তিবর্গ । উল্লেখ্য যে গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ রাত তিনটার সময় রুহুল আমিনের দোকানে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে, পরে পার্শ্ববর্তী সাইফুলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। আরও জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার দোকান দুটি আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন কলের মাধ্যমে ৫ নং চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান (আনু মিঞাকে) জানানো হয়। তিনি ভারতে চিকিৎসাধীন থাকায়, বিষয়টি,অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ৬ নং ওয়ার্ড সদস্য শামীম আলীকে তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন, তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছেন তারা। ইউপি চেয়ারম্যান , ভারত থেকে বাংলাদেশে এসে অত্র ইউনিয়নের খোঁজ খবর নিয়ে, ১৩ মে ২০২৩ খ্রিঃ শনিবার ইউনিয়নের লহলামারী বাজারে এসে নিজ অর্থ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ প্রদান করেন। আগামীতে সরকারের পক্ষ থেকে অনুদান আসলে তাদেরকে সরকারি ফান্ড থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসেন আনু মিঞা