সিরাজদিখানে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা মাছ।

প্রকাশিতঃ মে ১৩, ২০২৩ | ১১:৩০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলোর বিভিন্ন বাজার ও গ্রামে গ্রামে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা মাছ। গত দুই দিন যাবৎ বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই মাছ।  এর আগে গত ৭ দিন ধরে দেখা গেছে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছে এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী,২৫০/৩০০ টাকা কেজি দরে বিক্রি করছে এই মাছ। জাটকা মাছ ধরা সংরক্ষণ করা, পরিবহন ক্রয়- বিক্রয় নিষিদ্ধ  থাকলেও মানা হচ্ছে না কোন আইন। এ বিষয়ে মৎস্য অফিসের পক্ষ থেকে যথাযথ কোন দায়িত্ব পালন করছে না এমনটা হচ্ছে বলে সচেতন মহল অনেকে মনে করেন তারা আরো জানান নদীতে কত অভিযান, নৌ বাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ থাকতে এত জাটকা মাছ কখন কোথা থেকে ধরে। এ মাছ ধরা বিক্রয় নিষিদ্ধ থাকলেও  ঘরে ঘরে পৌছে দিচ্ছে এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ীরা। আবার ছোট বড় নানা বাজারে  গোপনে প্রকাশ্যে বিক্রি করতে দেখা যাচ্ছে। আগে বাজারে ফিসারীর লোকজন তদারকি করতো, পুলিশ নজরদারি করতো, অনেক সময় ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচলনা করতেন। সরোজমিনে শুক্রবার উপজেলার  বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, খুব ভোরে, টঙ্গিবাড়ি, হাসাইল,  দিঘিরপাড়, লৌহজং এর বিভিন্ন পয়েন্ট দিয়ে সিরাজদিখান উপজেলার হাটবাজার ও গ্রামে এসে পৌঁছায়।  তাছাড়া কয়েকজন বিক্রেতা জানান ভোরে  মিরকাদিম পৌরসভা সংলগ্ন রিকাবীবাজার পাইকারি মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হয়। তারা সেখান থেকে এনে, দেড়- দুই  ইঞ্চির মাছ প্রতি কেজি ৩ শত টাকা দরে বিক্রি করছেন। এর চেয়ে একটু বড় সাইজের হলে ৪ শত টাকা কেজি দরে বিক্রি করছেন।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরুজা আক্তার জানান, তিনি ছুটিতে আছেন শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা  সিরাজদিখানেরও দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন বিষয়টি সহকারী কমিশনার ভূমি তাকে জানাবেন কারণ তিনি মোবাইল কোর্ট করতে পারেন। শ্রীনগর কর্মকতাকেও তিনি বিষয়টি অবগত করবেন বলে জানান।