দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ে করবেন বলে স্থির করেছিল এক যুগল। সেই মতোই ঠিক করা হয়েছিল দিনক্ষণ। অবশেষে শুভদিন এলো। কনে সেজেগুজে তৈরি হয়ে বসে রয়েছেন মণ্ডপে। কিন্তু বর আর আসে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও যখন বরের দেখা মিলল না তখন কোমর বেঁধে মাঠে নামলেন কনে নিজেই। বিয়ের সাজেই মণ্ডপ থেকে বরকে খুঁজতে বেরিয়ে পড়লেন তিনি। প্রায় ২০ কিলোমিটার রাস্তা পিছু ধাওয়া করে বরকে পাকড়াও করে মণ্ডপে ফিরে নিয়ে এলেন তিনি। তারপর সেখানেই বিয়ে করলেন তাকে। বুধবার এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বরেলির। জানা গেছে, আড়াই বছর ধরে সম্পর্ক থাকার পর অবশেষে বিয়ে ঠিক হলেও দিন যত এগিয়ে আসছিল, ততই বিয়ের দায়িত্ব নিতে ভয় পেয়ে যাচ্ছিলেন হবু বর। শেষমেশ বিয়ের দিনেই তিনি বেঁকে বসেন। রোববার বাদুন জেলার ভুতেশ্বরনাথ মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বরের দেখা মেলেনি তখন তাকে খুঁজতে নিজেই বেরিয়ে পড়েন তরুণী। প্রায় ২০ কিলোমিটার রাস্তা ধাওয়া করার পর বরেলির সীমান্তে একটি থানার কাছে দাঁড়িয়ে থাকা বাসের ভেতর খুঁজে পাওয়া যায় বরকে। এর পরেই শুরু হয় বর-কনের বাগ্বিতণ্ডা। ২ ঘণ্টা কথাবার্তা চলার পর কনে, তার পরিবার এবং বরের পরিবারের লোকজন পাত্রকে বরেলি শহরের বাইরে একটি ভিমোরা মন্দিরে নিয়ে যান। বরের পরিবার বিয়েতে সম্মতি দেয়।